ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পিএসসি'র নামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
১২ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার চন্ডীপাশা সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,৪ নং চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ৯ নং আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভুইয়া ফারুক, কৃষক লীগের আহ্বায়ক চঞ্চল, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তারা ৩১ শে অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে বলেন এটি একটি ষড়যন্ত্র ও সাবেক এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে। নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে ও ষড়যন্ত্র কারিদের কঠোর ভাবে প্রতিহত করা হবে বলে জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম ২০০৮ সনে ১৫৪- ময়মনসিংহ -৯ ( নান্দাইল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ঋণ খেলাপীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২১ নভেম্বর হাইকোর্ট এক রায়ে তার সদস্য পদ অবৈধ ঘোষণা করে । পাশাপাশি তাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপরদিকে গত ২৩ শে ফেব্রুয়ারি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল বিভাগ মামলায় মেজর জেনারেল অবঃ আব্দুস সালামমের পক্ষে রায় দেয়। এই মামলায় হাইকোর্ট, সুপ্রীম কোর্ট এবং অর্থ ঋণ আদালতের চুড়ান্ত রায়ে নির্দোষ প্রমাণিত হয়।