নান্দাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৪ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ ইং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
১৪ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপকমিটির দ্বায়িত্ব বন্ঠন করে প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান,৯ নং আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, লেখক কলামিস্ট সাইদুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল,আবু হানিফ, আর এন শ্যামা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপকমিটির দ্বায়িত্ব প্রাপ্তরা মতামত প্রদান করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী বই মেলা আয়োজনের সিদ্ধান্ত হয় এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পালনের নির্দেশ দেন। সভায় উপজেলার কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।