নান্দাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার উন্মোচন ও মতবিনিময়
- আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৭৬ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে ৫ জুন ২০২৪ ইং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিউল আলম রাসেল মুন্সির নির্বাচনী ইশতেহার উন্মোচন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে সোমবার ১১টায় উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড প্রার্থীর নিজস্ব নূর কমপ্লেক্সের দোতলায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে নান্দাইল উপজেলায় ১ম বারের মতো এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলো।
নির্বাচনী ইশতেহার উন্মোচন ও ঘোষণা পত্র পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শফিউল আলম রাসেল মুন্সি। তিনি বলেন উপজেলা বাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলায় চুরি, ছিনতাই, অটো ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ, উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ, উপজেলা সদরে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা সহ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলাকে রোলমডেল আদর্শ উপজেলা গড়ে তুলতে জনপ্রতিনিধি নয় সেবক হয়ে জনগণের নায্য অধিকার আদায়ে কাজ করে যাব। লো
মতবিনিময় সভায় প্রার্থীর নেতাকর্মি সমর্থক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । সঞ্চালনা করেন নান্দাইল কাটলীপাড়া আমজনতার কর্ণধার এডভোকেট ফাহাদ ফকির।