নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাহেদ আলীর স্বপ্ন পুরে ছাই
- আপডেট সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৬১ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়াল ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সাহেদ আলীর স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে।
নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়া গ্রামের সাহিদ আলী(৭০) গোয়াল ঘরে ১৫ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময় এই অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় মশা মাছি থেকে গরু গুলিকে রক্ষা করতে বিভিন্ন ধরনের খরখোটা দিয়ে আগুন ধরিয়ে ধুপ দেয়।
গোয়াল ঘরে থাকা সেই আগুনে ছোট একটি বাছুর পড়ে গেলে গোয়াল ঘরের ভিতর ছুটোছুটি করে সেখান থেকেই আগুনের সূত্রপাত। গোয়াল ঘরের আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তি লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। স্হানিয় এলাকাবাসী গোয়াল ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একটি দুধের গাভি ও ১টি বাছুর উদ্ধার করে। অগ্নিকাণ্ডে গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের তারে আগুন লেগে যাওয়ায় ২টি ফ্যান পুড়ে যায় । অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। এদিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে কোন প্রকার সহযোগিতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।