সংবাদ শিরোনাম ::
নান্দাইলে ব্যাতিক্রমি আয়োজন মাতৃছায়া বৃদ্বাশ্রমে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
- আপডেট সময় : ০৮:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১৭৫ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থার বৃদ্ব ও বৃদ্বাদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাশরা কেক এন্ড কুশিঘর ও রবিউল আটো এন্ড ব্যাটারি হাউজ নামে নান্দাইল সোসাল ওয়ার্কার্স সংগঠন।
৩১ মার্চ রবিবার নান্দাইল সোসাল ওয়ার্কারস এর উদ্যোগে এই মহতী কাজটি মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাশরা কেক এন্ড কুশিঘর ও রবিউল আটো এন্ড ব্যাটারি হাউজের উদ্যোগে এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
সাংবাদিক রফিকুল ইসলাম খোকন, আমিনুল হক বুলবুল,মো.গোলাম মোস্তফা,বৃদ্বাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবী উলফাত আরা কচি ,রবিউল আউয়াল,আরজুন জান্নাত মাইদা ও মাতৃছায়ায় আশ্রিত সদস্য গন উপস্থিত ছিলেন।