নান্দাইলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে এমপির নেতৃত্বে বিশাল শোক রেলি
- আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৪২১ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৮ তম শাহাদত বার্ষিকীতে ১৫ আগষ্ট মঙ্গলবার শোক দিবস পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচীর অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল শোক রেলি সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে মহিলা লীগ সহ হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে রেলি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ভাইস-চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেতা কর্মীদের বলেন আপনারা ধৈর্য ধরুন সবুরে মেওয়া ফলে। ধৈর্য্যের ফল সুমিষ্ট হয়। শোক কে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এদিকে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করে।