নান্দাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫৫১ বার পঠিত
নান্দাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ২৪ মার্চ ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১ টায় নান্দাইলে মানববন্ধন কর্মসূচী পালন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।
নান্দাইল উপজেলা বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্মম গণহত্যা চালানো হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের। বিশ্ব মানবতা আজ ভূলুণ্ঠিত।
মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। ইসরায়েল কর্তৃক পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। চালানো হচ্ছে মুহুর্মুহ স্থল ও বিমান হামলা। নারকীয় ধ্বংসচিত্র আজ ফিলিস্তিনে দৃশ্যমান। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে আগ্রাসন গণহত্যা বন্ধের লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে একতাবদ্ধ হয়ে যথাযথ ভূমিকা পালন করার জন্য জোর দাবী জানান।
সংগঠনের সভাপতি আঃ হান্নান আল আজাদ এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সুলতান আহমদ, শহিদুল ইসলাম, সাইদুর রহমান, মোঃ আহসান কাদের মাহমুদ, মো: ওসমান ফারুক, মো: মনোয়ার হোসেন মাস্টার, মোছাঃ তাওহিদা আক্তার, মো: মনিরুল ইসলাম রাকিব প্রমূখ।