নান্দাইলে ত্যাগী ও অবহেলিত আওয়ামীলীগ নেতা কর্মীদের স্বপ্ন পূরণ
- আপডেট সময় : ০৯:১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৫৫৫ বার পঠিত
১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী ও অবহেলিত নেতা কর্মীদের স্বপ্ন পূরণ হয়েছে।
২৬ নভেম্বর শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইলে সাবেক এমপি মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির নাম ঘোষণা করার সাথে সাথে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে অপেক্ষারত
নেতা কর্মীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল বের করে সদরের বিভিন্ন রাস্তায় অবস্থান নেন।
এদিকে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল জানান, বিগত ১০ বৎসর ধরে অবহেলিত হয়ে আসছে প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীরা অবহেলিত ছিল,বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে নেতা কর্মীদের ,অনেক নেতাকর্মী জায়গাজমি এমনকি গরু ছাগল বিক্রি করে দলের হাল ধরে রেখেছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীর মনোনয়ন ঘোষণায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।তারা জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী বিজয়ী হবে এবং প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন হবে।