নান্দাইলে জাতীয় পার্টির ১০ নভেম্বর গনতন্ত্র দিবস পালিত
- আপডেট সময় : ১০:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ৬৬ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ১০ নভেম্বর গনতন্ত্র দিবস পালিত হয়েছে।
উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে ১০ নভেম্বর শুক্রবার ৪ ঘটিকার সময় আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌরসভার কাউন্সিলর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান ফকির , যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম ভূঁইয়া শরীফ প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ হোসেন ভূঁইয়া পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান জামাল কৃষক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম ফকির তরুণ পার্টির আহ্বায়ক জুয়েল ফকির মোঃ রুকন উদ্দিন, রমজান আলী,ওমর ফারুক, মোঃ রফিকুল ইসলাম শান্তি প্রমূখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহাকে জাতীয় পার্টির এককএমপি প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন এবং প্রত্যোক ওয়ার্ডে পার্টিকে শক্তি শালী করে গড়ে তোলার আহ্বান জানান।এসময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম ভূঁইয়া শরীফ।