নান্দাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৫৫ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে বিকাল ৫ঘটিকার সময় ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ধীমান কুমার সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ফকির (সাবেক পৌর কাউন্সিলর) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান জামাল, কৃষক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম ফকির জাতীয় যুব সংহতির আহবায়ক এনায়েত করিম ভূঁইয়া, ছাত্র সমাজের আহ্বায়ক আরশাদুজ্জামান এরশাদ, তরুণ পার্টির আহ্বায়ক জুয়েল ইসলাম ফকির,রুকন উদ্দিন, রমজান আলী, নজরুল ইসলাম,রিপন মিয়া প্রমূখ।পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম।