নান্দাইলের বাকচান্দা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন
- আপডেট সময় : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৭০৬ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ঘর পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারে ৮ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে করে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ তিন দোকানি ও স্থানীয় বাসিন্দারা জানান। ক্ষতিগ্রস্থরা হচ্ছেন ঔষধ ব্যবসায়ী নজরুল ইসলাম, কীটনাশক ও সার ব্যবসায়ী সাইদুর রহমান জুতা ব্যাবসায়ী দুলাল মিয়া।
রতন চৌধুরীর মালিকাধীন ২টি দোকান ঘর ছিল ।অগ্নিকান্ডের খবর পেয়ে খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
কিন্তু ততক্ষনে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে ছাড়খার হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান ফায়ার স্টেশনে যথা সময়ে খবর দিলেও ঘটনা স্হলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষয় ক্ষতি বেশী হয়েছে।মশা নিধনকারী কয়েলের আগুন বা বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে এ অগ্নিকন্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের সংবাদ শুনে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল শাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদেরকে সান্তনা প্রদান করেন।নান্দাইল ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার সাইদুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে এ অগ্নিকান্ডের সূত্রপাতের আলামত পাওয়া যায়নি।