নান্দাইলেকৃষি সেবাঙ্গন শুভ উদ্বোধন কৃষি সমৃদ্ধিরদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৮৫ বার পঠিত
কৃষি সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের তথ্য সেবা ও পরামর্শ ডেস্ক হিসেবে একটি কৃষি সেবাঙ্গনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিসুজ্জামান এর সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী,র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.নাসরিন আক্তার বানু, ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,এছারও বক্তব্য রাখেন এসিআই কীটনাশক কোম্পানির মার্কেটিং অফিসার কৃষিবিদ গোলাম সারোয়ার,নান্দাইল উপ-সহকারী কৃষি অফিসার মোয়াজ্জেম হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ এনামুল হক,নান্দাইল প্রেসক্লাবের অর্থ-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।