নাগেশ্বরী মহিলা কলেজে গভর্নিংবডির সভাপতি নিয়ে তুলকালাম
- আপডেট সময় : ১১:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৪৩ বার পঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ধরলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান, নাগেশ্বরী মহিলা কলেজ।দীর্ঘদিন থেকে সুনামের সহিত কলেজ পরিচালিত হয়ে আসছে।
কিন্তু বর্তমান গভর্নিং বডির সভাপতি নিয়ে চলছে চরম বিতর্ক। অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্র মোতাবেক, পূর্বের কলেজ গভর্নিং বডি বিলুপ্ত করে, উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করেন এবং নতুন ফরমেটে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের জন্য, তিনজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার নির্দেশ প্রদান করেন।
নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাদশা মিয়া সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার নাগেশ্বরী,কুড়িগ্রাম কে মনোনয়নের জন্য প্রস্তাব প্রেরণ করে। ইতিমধ্যে গত ১৯-০৯-২০২৪ ইং তারিখে, কলেজ পরিদর্শক( ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত একটি পত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়। যাহাতে সভাপতি মোঃ আইয়ুব আলী ও বিদ্যুৎসাহী মোঃ আদম আলী সরকারের নাম উল্লেখ করে, অ্যাডহোক কমিটি গঠন করা হয়। কিন্তু এরূপ কোন প্রস্তাব কলেজ থেকে প্রেরণ করা হয় নাই,তাই অধ্যক্ষের সন্দেহ হয়। প্রকাশ থাকে যে, মোহাম্মদ আইয়ুব আলী পরিবারসহ ঢাকায় বসবাস করে। এলাকায় তার তেমন কোন পরিচিতি নেই।
মোঃ আইয়ুব আলী মোবাইল ফোনে, অধ্যক্ষ কে গভর্নিং বডির সভা আহবান করার জন্য চাপ প্রয়োগ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত পত্রটি সঠিক-বেঠিক যাচাই করার জন্য কয়েকদিন পরে সভা আহ্বানের কথা বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ । অসুস্থ জনিত কারণে মোঃ বাদশা মিয়া (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ০১-১০-২০২৪ ইং তারিখ হতে ০৩-১০- ২৪ ইং তারিখ পর্যন্ত কলেজে উপস্থিত থাকতে পারবে না মর্মে দরখাস্ত প্রেরণ করে। অনুপস্থিতিতে কলেজের কার্যক্রম পরিচালনার জন্য সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। অধ্যক্ষের অনুপস্থিতিতে গত ০১-১০- ২৪ ইং তারিখে, মোহাম্মদ আইয়ুব আলী বহিরাগত লোকদের সাথে নিয়ে, কলেজে গিয়ে শিক্ষকগণের সাথে পরিচিত হন। পাশাপাশি বিধি বহির্ভূতভাবে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যতিরেখে গভর্নিং বডির সভা করেন। সভায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করে, অধ্যক্ষ কে অব্যাহতি প্রদান করেন এবং সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করেন। বিষয়টি নিয়ে কলেজে এবং এলাকায় বিশৃংখল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিয়োগকৃত নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন কলেজ অধ্যক্ষের রুমের তালা পরিবর্তন করে নতুন তালা লাগালে, একদল শিক্ষক উক্ত তালায় সুপার গুলো লাগিয়ে দেয়। কলেজের শিক্ষকগণ উদ্বুত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির বিষয় নিয়ে,নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তর ধরলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী মহিলা কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে, দ্রুত সমাধান চান অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।