নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস২০২৪ পালিত
- আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৮৭ বার পঠিত
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ পালিত হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার শুরু” এই প্রতিপাদ্য নিয়ে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে,৫ অক্টোবর ২০২৪ শনিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষকগণ অংশ নেন।
রালি শেষে উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ এর সভাপতিত্বে, আলোচনার শুরুতে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে, এক মিনিট নীরবতা পালন করা হয়।
রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ খারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, নাগেশ্বরী ডিএম একাডেমির প্রধান শিক্ষক আনিসুর রহমান আনিছ, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। আলোচনা শেষে গুণী শিক্ষক ও সহকারী অধ্যাপকগণের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।