নাগেশ্বরীতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান
- আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫৫ বার পঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম সংকট হওয়ায়, পূর্বের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে-মেয়েদের পাঠিয়ে অভিভাবকরা রয়েছে আতঙ্কে। ভবনটি ধসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পৌরসভাধীন ১৯৬৬ সালে স্থাপিত হয়েছে কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন ভবনটিতে সুন্দর ভাবে ক্লাস চললেও, ওয়াশ ব্লক ঝুঁকিপূর্ণ। নিয়মের মধ্যে ওয়াশ ব্লকের কাজ না হওয়ায়, ওয়াল ফেটে হয়েছে হয়েছে ব্যবহার অনুপযোগী । ওয়াশ ব্লক ব্যবহার অনুপোযোগী হওয়ায় বাচ্চারা ব্যবহার করতে পারছে না। এ বিষয়েও কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরী।
পুরোনো ছাদ ঢালাই বিল্ডিং নির্মিত ঘর লবণাক্ততায় পলেস্তারা খসে পড়ছে ও দেয়াল মেঝে ফাটলসহ বিভিন্ন অংশে ফাটল অব্যাহত থাকায়, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা অতীব জরুরী বলে মনে করছে এলাকাবাসী।
প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করে আসছে এবং ভালো ফলাফলও করছে। সাতজন শিক্ষকের পোস্টে স্কুলে শিক্ষক রয়েছে ৬ জন ও শিক্ষার্থী ২১০ জন।
কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সরকার বলেন, আমাদের স্কুলটি সব দিক দিয়েই ভালো,তবে দুঃখজনক হলো- ওয়াস ব্লকটি ব্যবহারের অনুপযোগী হাওয়ায় বাচ্চারা ব্যবহার করতে পারছে না। পাশাপাশি পুরনো ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও রুম সংকটে ক্লাস নিতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সরকার আরো বলেন, এসব সমস্যার সমাধান এবং বাউন্ডারি ওয়াল হলে, স্কুলটিতে আরও সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে তিনি প্রত্যাশা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
এলাকার অভিভাবকদের প্রত্যাশা, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে, ব্যবহার অনুপযোগী ওয়াস ব্লকটি দ্রুত ব্যবহার উপযোগী করে, সুন্দর ও মনোরম পরিবেশ ফিরে আসুক কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে নাগেশ্বরী প্রাথমিক শিক্ষা অফিসে মুঠো ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।