শেরপুরের নকলায় ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন সংসদের উপনেতা বেগম
মতিয়া চৌধুরী এমপি।
শনিবার (১৫ জুন) ২০২৩-২০২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ এর খরিপ-২ মৌসুমে উপজেলার ১,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বানেশ্বরদী গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের হাতে ধান বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে উদ্বোধন করেন।
উপজেলার ১৫০০ কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায়
অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম
জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী
আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, পর্যায়ক্রমে উপজেলার মোট ১,৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৭ হাজার ৫০০ কেজি উফশী রোপা আমন
ধানের বীজ, ১৫ হাজার কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১৫ হাজার কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।
এদিন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার প্রাথমিক ও
মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ আর্থিক প্রণোদণা প্রদান করেছেন।