নওগাঁর মহাদেবপুরে হাট চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামে এক চাতাল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় মেসার্স উজ্জ্বল চাউলকলের একটি ঘরে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী। তাঁর স্বামীও একই চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে শামীম হোসেন জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চাউলকলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাঁরা চাতালে শ্রমিকদের তৈরি করা ঘরেই বসবাস করতেন। শনিবার রাতে লাইলী ও তাঁর স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী ও শামীম কাজে না আসায় অন্য শ্রমিকেরা তাদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। তার স্বামী শামীম হোসেন ঘরে নেই।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মহাদেবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওই নারী শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।