সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
- আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পঠিত
নওগাঁ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারী গ্রামের মো. হানিফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০) ও নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান ও সম্রাটকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।