নওগাঁয় ট্রাক ও অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে অটো-বাইক চালক নিহত, আহত-৩
- আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ৬৬ বার পঠিত
নওগাঁয় ধান বোঝাই ট্রাক ও চার্জার ব্যাটারী চালিত অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে অটো-বাইক চালক এর মৃত্যু হয়েছে এসময় অটো-বাইকের যাত্রী ৩ জন ছাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল সোয়া ২টারদিকে নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া নিচ মোড় নামক স্থানে।
নিহত অটো-বাইক চালক সিদ্দিক হোসেন (৪৪) হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার আষ্টমাত্রা গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে। বলে প্রাথমিকভাবে জানাগেছে।
স্থানিয় সুত্র জানান, মঙ্গলবার দুপুর ২ টারদিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় থেকে মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে নিয়ে অটো-বাইকটি বাকরইল এর পথে রওনা দেয়। দূর্ঘটনাস্থলে পৌছলে এসময় সামনে থেকে আসা ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৪৬৭৭ এর) সাথে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে স্থানিয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক অটো বাইক চালক সিদ্দিক কে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার পর স্থানিয়দের সহযোগীতায় ট্রাক চালক ও চালকের সহকারি হেলপাড় কে পুলিশ সাপাহার থানা হেফাজতে নেয়। সংবাদ লেখার সময় পর্যন্ত এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।