ধর্ষণের শিকার ৩য় শ্রেণীর ছাত্রী
- আপডেট সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৮৫ বার পঠিত
জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্রী (৮)। গত সোমবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্কুল ছাত্রীর পরিবারের বরাত দিয়ে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত সোমবার দুপুরে স্কুল বন্ধ কিনা জানতে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান একই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর এক শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে টেংরামারী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোতালেব (৬২) তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে। গত দুইদিন ভয়ে ওই স্কুল ছাত্রী কাউকে কিছু বলেনি। বুধবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়ে ওই ছাত্রী। পরে সে তার বাবা মাকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা মা ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে ঘটনার বিষয়ে জানালে চেয়ারম্যান প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো.রেজাউল করিম বলেন,এ বিষয়ে আমি অবগত না তাই কিছু বলতে পারছি না।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোহেল রানা জানান,বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।