দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে কারাদন্ড
- আপডেট সময় : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৯ বার পঠিত
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে ৩ ব্যাক্তিকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনগত মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
দন্ড প্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার মো. শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহী খাঁ (৩২), শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় যানবাহন পারাপারে ফেরির প্রতিটি টিকিটে ১শ থেকে ২শ টাকা বেশি নেয়ার দায়ে ৩জনকে আটক করে। আটককৃতরা তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত কেউ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারী নয়, আমি তাদের চিনিও না। শুনেছি তারা স্থানীয় লোক। তারা কিভাবে ফেরির টিকিট বিক্রির সাথে জড়িত তা আমার জানা নেই।