জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতা, পেশাজীবি ও তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ মহাসমাবেশ সভার আয়োজন করা হয়।
সম্ভাব্য এমপি প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন।
মহাসমাবেশের প্রধান অতিথি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে৷ সকল ষড়যন্ত্র ডিঙিয়ে একের পর বিশ্বমানের মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামাতের সন্ত্রাসীরা দেশকে বারবার পিছিয়ে নেয়ার অপচেষ্টা করছে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি, হবেও না। নির্বাচন বানচাল কিংবা দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করলে বিএনপির কবর রচনা করা হবে।'
তিনি আরও বলেন, 'আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টে দুইবারের নির্বাচিত এমপি প্রয়াত আলহাজ আব্দুল মালেক দীর্ঘ প্রায় ৫০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সরিষাবাড়ীতে বিএনপি-রাজাকারগোষ্ঠী তালুকদার পরিবারের বিরুদ্ধে রাজপথে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষার লড়াই-সংগ্রাম করে গেছেন। আমার শরীরে সেই বীরমুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, ভবিষ্যতে তালুকদার পরিবারের কাউকে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ বা মাথাচাড়া দিয়ে দাঁড়াবার সুযোগ দেয়া হবে না।'
প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দলের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ফাহমিদা বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।