দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা, ভাইস চেয়ারম্যান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান স্পর্শ বিজয়ী
- আপডেট সময় : ০৫:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৮০ বার পঠিত
দেবহাটা উপজেলা পরিষদের ভোট গ্রহণ শান্তিপূর্নপূর্ণভাবে শেষ হয়েছে। এখনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি সকালের দিকে কিছুটা কম হলেও দুপুরের পর থেকে সেটা বাড়তে থাকে।
দেবহাটা উপজেলার মোট ভোটার রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৪১টি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট পড়েছে ৪৮ হাজার ৬ শত ৪৪জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী আর ফেরদাউস আলফা ২৬ হাজার ৩ শত ৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেরা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ১ শত ৫২ ভোট। ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ তালা প্রতিকে ৩৬ হাজার ৮ শত ৬৮ ভোট পেয়ে নির্বাচিস হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিজয় কুমার ঘোষ টিউবওয়েল ১১ হাজার ৫ শত ২১ ভোট পেয়েছেন। এছাড়া মহিলা চেয়ারম্যান হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ কলস প্রতিকে ২৬ হাজার ১ শত ৭৫ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আমেনা রহমান ফুটবল প্রতিকে ২১ হাজার ৪ শত ৬৩ ভোট পান। দেবহাটা উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপজেলা কন্ট্রোলরুম থেকে এই ফলাফল ঘোষনা করেন।
তিনি এসময় শান্তিপূর্নভাবে ভোট গ্রহনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন প্রমুখ।