দেবহাটার রন্তেশ্বরপুরে খাল খনন কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৭২ বার পঠিত
দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের ২ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।
এসময় উদ্বোধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, এলজিইডির দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী খাল প্রকল্প মসগুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বাবুসহ স্থানীয় নেতৃৃবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাগন। উল্লেখ্য যে, রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের খালটি দীর্ঘদিন ধরে পলি জমে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকার পানি নিস্কাশন না হওয়ায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের কল্যাণের কথা চিন্তা করে খালটি খননেন উদ্যোগ নেয় প্রশাসন। খালটি খনন শেষ হলে এলাকার কৃষি, মৎস্য চাষে কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী।