দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫০৩ বার পঠিত
দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম নুরুন্নবী (১৩)। নুরুন্নবী দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ছেলেটির লাশ উদ্ধার খালের মধ্যে থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে নুরুন্নবীসহ কয়েকটি ছেলে গোপাখালী ব্রিজের নিচের অংশে রড ভাঙতে গিয়ে দুর্বল হয়ে যাওয়া ঢালাই সিমেন্ট ভেঙে মাথায় পড়লে নুরুন্নবী বেহুশ হয়ে খালের মধ্যে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা খালের মধ্যে ঝাপিয়ে পড়ে খোজাখুজি করে নুরুন্নবীর মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ঢালাই সিমেন্টের আঘাতে নুরুন্নবী বেহুশ হয়ে খালের পানির মধ্যে পড়ে মৃত্যুবরন করে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল হোসেন জানান, নিহত নুরুন্নবীরা তিন ভাইবোন। নুরুন্নবী তাদের মধ্যে বড় ছিল।