দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রুগীদের মাঝে চেক বিরাতণ
- আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৭৬ বার পঠিত
দেবহাটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (৮ জুলাই ) উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে,প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৩ জন রুগীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের চেক বিতারন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস জি এম স্পর্শ উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান সিনিয়ার সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান সহ বিভিন্ন এলাকা থেকে আগত রুগীদের স্বজনরা। উক্ত সভায় আরো বলেন যে তিনজন রুগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হবে বলে জানান।