দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৫ বার পঠিত
আজ জাতীয় কন্যাশিশু দিবস। ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হচ্ছে তার ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে (সোমবার) ৩০শে সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়।
এই সময় উপজেলার বিভিন্ন স্কুলের শিশুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এই সময়।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, দেবহাটা রিপোর্টর্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন,
এই সময় বক্তব্যের ভিতরে বলেন একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত।
তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।