দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।
তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, "গণমাধ্যম স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির ড. মোহাদ্দেস এনামুল হক, জেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন বুলু সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাংবাদিকদের কাজের ক্ষেত্র, চ্যালেঞ্জ এবং জামায়াতের নীতি ও কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হয়। উপস্থিত সাংবাদিকরা জামায়াতে ইসলামী সম্পর্কে তাদের মতামত ও প্রশ্ন উত্থাপন করেন, যা সভাকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভা শেষে একে অপরের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। হাকিমপুর হিলি সাংবাদিকদের জন্য এ ধরনের সভা আগামীতে আরও অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।