দিনাজপুরের হিলি বন্দর বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে। প্রকার ভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজির পেঁয়াজ খুচরা বাজারে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (২ অক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে জানা যায়, গত চারদিন আগেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি হিসেবে। আজ মঙ্গলবার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এই বাজারে দেশি পেঁয়াজের দামও কমেছে। বর্তমানে ১০ টাকা কমে দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর থেকে ভারত সরকার ২০ শতাংশ কম শুল্কে এবং ১৪৫ ডলার মূল্যে পেঁয়াজ রপ্তানি শুরু করে। এরপর থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পায়। যে কারণে কমতে থাকে পেঁয়াজের দাম।