সংবাদ শিরোনাম ::
তেল মালিশ
এফ এম এ রাজ্জাক
- আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২৭ বার পঠিত
তেল মালিশ
এফ এম এ রাজ্জাক
তেল মালিশে কত মজা
আগে যদি জানতাম,
ওই স্কুলে ভর্তি হয়ে
সার্টিফিকেট আনতাম।
ঠিকমতো তেল মালিশ দিলে
বুক ফুলিয়ে চলা যায়,
যাকে তাকে ইচ্ছেমতো
যা মনে চায় বলা যায়।
তেল মালিশে সবাই খুশি
তেল ছাড়া হয় ডিমোশন,
এটাই এখন বাস্তবতা
নয়তো ইহা ইমোশন।
যত বেশি তেল দেয়া যায়
তত পকেট হয় ভারি,
মোটরসাইকেল গ্যারেজ করে
কিনতে পারে জিপগাড়ি।
তেলের কোনো বিকল্প নাই
কিন্তু আমি পারব না,
দেয়ালে পিঠ ঠেকে গেলেও
একফোটা তেল মারব না।