সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ কর্তৃক তিন সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে জেলার সাংবাদিকদের সাতটি সংগঠন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার (৩০ আগস্ট) বেলা ১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩ সেপ্টেম্বর সরকারি সফরে যশোর হাসপাতালে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন।
প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ, সাজেদ রহমান প্রমুখ।