তাহিরপুর সীমান্তে চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২১৭ বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে অরক্ষিত বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা সীমান্ত,ভারত হতে চোরাই পথে কয়লা আনতে কয়লার কোয়ারীর মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।
আজ (১৩অক্টোবর)শুক্রবার সকাল ৯টায় উপজেলা বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির ১১৯৭পিলার এর লাকমা এলাকায় ভারত সীমান্তে এ ঘটনাটি ঘটে।নিহত শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের তাহের মিয়ার ছেলে সুমন মিয়া(২৩)।
স্থানীয় এলাকাবাসীর ও বিভিন্ন তথ্য সূত্রে জানাযায় তাহিরপুর সীমান্তের চোরাই চক্রের গডফাদার আলোচিত বিজিবি সোর্স ও হাফ ডজন চাঁদাবাজি মামলার আসামি ইয়াবা কালাম এর নেতৃত্বে সীমান্ত এলাকায় একাধিক চোরাইঘাট রয়েছে।এসব চোরাইঘাট দিয়ে সীমান্ত এলাকার একদল শ্রমিক বিভক্ত হয়ে প্রতিদিন সকালে বিভিন্ন চোরাই পথে ভারতে প্রবেশ করে ভারতীয় বিভিন্ন কয়লার কোয়ারী হতে কয়লা সংগ্রহ করে বস্তাবন্দী করে সীমান্তের এপারে নিয়ে আসে এর সাথে প্রতিরাতেই মদ গাঁজা ইয়াবা ও চিনি আমদানি করে দেশের বিভিন্ন স্থানে পাঁচার করছে।আর এসব পাঁচারকৃত মালামাল হতে বিজিবি সহ বিভিন্ন জনের নাম ভাঙ্গিয়ে নামে-বেনামে চাঁদা আদায় করছে,ওই কথিত সোর্স পরিচয়দারি কালাম,জানাযায় ওর নেতৃত্বে উপজেলা সীমান্ত দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাঁচার হচ্ছে ভারতীয় চোরাই পণ্য।ওই কথিত চোর্স পরিচয়দারিদের নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাকারবারিরা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার সকালে সীমান্ত এলাকার ২০/২৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সীমান্ত পিলার ১১৯৭ পিলার এর লাকমা ছড়া দিয়ে ভারতীয় চোরাই পথে ভারতে প্রবেশ করে,কয়লার কোয়ারী থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি ধসে চাপা পড়ে সুমন মিয়া(২৩)নামের ওই শ্রমিক মারাযায়।পড়ে তার সাথে থাকা অন্য শ্রমিকরা কয়লা কোয়ারী হতে সুমন মিয়া কে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।এ বিষয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এস আই সজিব দেব রায় নিশ্চিত করে জানান ভারত হতে কয়লা আনতে সুমন(২৩)নামের এক শ্রমিক মারা গেছে।নিহত শ্রমিকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান নিশ্চিত করে জানান,আজ ভোরে আমাদের চোঁখ ফাঁকি দিয়ে ভারতীয় চোরাই পথে ভারত হতে অবৈধভাবে কয়লা আনতে কোয়ারির মাটি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এব্যাপারে আমরা সীমান্তে টহল জোরদার বৃদ্ধি করেছি।
এব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ(নাজিম উদ্দিন জানান,নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।