তাহিরপুরে হযরত ক্বারী নুরআলী শাহ্'(র.)ওরস মাহফিল ৬ই ফাল্গুন শুরু
- আপডেট সময় : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক (অলি)হযরত ক্বারী নুর আলী শাহ’র (র.)-এর ঐতিহ্যবাহী টাংগুয়া হাওর পাড় প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা তরং,শিবরামপু গ্ৰামের মধ্যস্থতায় আধ্যাত্মিক সাধক হযরত ক্বারী নুর আলী শাহ এর দরবার শরীফে চলছে বার্ষিক ওরস মাহফিল আয়োজন।
অনুষ্ঠিত ৬ই ফাল্গুন এ বার্ষিক ওরসে,২/৩দিন আগ থেকেই বিভিন্ন জেলা থেকে প্রতি বছর হযরত ক্বারী নুর আলী শাহ’র এই ওরসে অসংখ্য ভক্ত আশেকানরা দলে দলে হাজিরানা পেশ করে থাকেন। ৬ই ফাল্গুন সোমবার ১ দিনব্যাপী চলবে ওরসের কার্যক্রম।
স্হানীয়রা অনেকেই বলেন আমরা ছোট ও বড় হওয়ার পর থেকেই বড়দের মুখে শুনে আসছি,হযরত ক্বারী নুর আলী শাহ’র অনুষ্ঠিত ওরসের অন্যতম মূল আর্কষণ হলো তিনি পর্দা করার আগে কিছু অলৌকিক ও কাল্পনিক ঘটনা দেখিয়ে গিয়েছিলেন,এই কাল্পনিক কিছু ঘটনা। এই আধ্যাত্মিক সাধক অলী,হযরত ক্বারী নূর আলী শাহ্ ভক্ত আশেকানের মন জয় করেছ। যা হযরত ক্বারী নুর আলী শাহ’র দরবার শরীফের সব ভক্ত ও আশেকানদের মুগ্ধ করে থাকে। এছাড়া ওরসের প্রধান কার্যক্রম হযরত ক্বারী বাবা, ক্বারী বাবা স্লোগানে মুখরিত হয়ে শুরু হয় বিভিন্ন ধরনের আয়োজন। হযরত ক্বারী নুর আলী শাহ দরবারে সন্ধ্যার পর থেকেই শুরু হয় মিলাদ মাহফিলের মাধ্যমেই পবিত্র এই ওরস মোবারক এর কার্যক্রম।
হযরত ক্বারী নুর আলী শাহ-এর ওরসে আগত ভক্ত ও আশেকানদের সঙ্গে কথা বলে জানা যায়,তারা ভক্তি ও ভালোবাসার টানে প্রতি বছর বিভিন্ন জেলা থেকে ছুটে এসে এখানে উপস্থিত হন। হযরত ক্বারী নুর আলী শাহ এর দরবারে ময়মনসিংহ,ভৈরব,কিশোরগঞ্জ,সিলেট,নেত্রকোনা,সুনামগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থান থেকে অগণিত ভক্ত আশেকানরা ছুটে আসে প্রতি বছর এই মহাপবিত্র বার্ষিক ওরসে। তাছাড়া প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ভক্ত আশেকানদের সংখ্যা।
সরেজমিন দেখা যায়,মেলাতে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী, বৃদ্ধ, শিশু ও কিশোরসহ সকল শ্রেণি ও পেশার মানুষ দল বেঁধে ছুটে আসছে আনন্দ উপভোগ করতে।সোমবার এইদিনে ওরসে রাতভর চলবে দেশের প্রখ্যাত বাউলদের কণ্ঠে জারি গান,মূর্শিদি গান,লালন গীতি, বাউল গানসহ ভক্তিমূলক গান। শীতের রাতে ভাবগাম্ভীর্যপূর্ণ গানে শ্রোতারা খোঁজে পায় ভক্তিবাদের পরম আনন্দ। মেলাতে রয়েছে কয়েক শত,শত স্টল, চায়ের দোকান ও ভাতের দোকান থেকে শুরু করে মাটির তৈরি হাড়ি-পাতিল ও খেলনাসহ হরেক রকমের বাহারি সব দোকান। এ যেন ভক্ত আশেকানদের এক মহামিলন মেলা।
ময়মনসিংহ, নেত্রকোনা,ও সুনামগঞ্জ জেলা
থেকে আগত অনেক ভক্তবৃন্দরা জানান,তাদের বাপ দাদার আমল থেকেই হযরত ক্বারী নুর আলী শাহ’র ভক্ত হিসেবে এ দরবারে আসেন। হযরত ক্বারী নুর আলী শাহ্ কে নিয়ে রয়েছে নানা অলৌকিক কল্প কাহিনী। এসব যেন আধ্যাত্মিক জগতের এক গোপন রহস্য।
আসাদপুরের হযরত ক্বারী নুর আলী শাহ’র অনেক অন্ধ ভক্তরা বলেন, হযরত ক্বারী নুর আলী শাহ্ ছিলেন আধ্যাত্মিক জগতের মহাপুরুষ। তার সাধনা ও প্রভু ভক্তির কল্যাণে অসংখ্য মানুষ এখনো তার নামের ওপর নানা বিপদে মুক্তি পায়। স্থানীয়রা বলেন পর্দা হওয়ার ৬৫/৬৭ বছর প্রায় পার হলেও ভক্ত আশেকানরা এখনো তাকে ভক্তিভরে স্মরণ করে তার দরবারে হাজির হন।
তাহিরপুর উপজেলার সুনাধন্য সফল (সাবেক) ভাইস-চেয়ারম্যান ও মাজার কমিটির কোষাধ্যক্ষ দায়িত্বে থাকা মোঃ ফেরদৌস আলম আখঞ্জী, প্রতিবেদক কে জানান। ভক্ত আশেকানসহ ওরসে আসা,সকল মানুষ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে এবং কেউ যেন কোনো অনৈতিক কাজ করতে না পারে,তার জন্য ওরস কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল ভলন্টিয়ার সহ তাহিরপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবেন রাত দিন।
এবিষয়ে সুনামগঞ্জ জেলা সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী দিলোয়ার হোসাইন ,ও বিশিষ্ট কয়লা,পাথর ব্যবসায়ী মোঃ গোলাম হোসেন তালুকদার বলেন,হযরত ক্বারী নুর আলী শাহ’র দরবারে মনের ভাসনা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্ন জেলা থেকে নারী পুরুষ ভক্ত আশেকান দলে দলে বিভক্ত হয়ে আসে এ মাজারে। আমাদের কর্তব্য তাদের আপ্যায়ন ও মূল্যায়ন করা।যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ মাজার প্রাঙ্গণে।
হযরত ক্বারী নূর আলী শাহ’র মাজার খাদেম নুর মিয়া বলেন প্রতি বছরের ন্যায় এবারও শান্তি পূর্ণ ভাবে আশা করি এ অনুষ্ঠান সম্পন্ন হবে।