ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ পাইকগাছার গদাইপুরে গনশুনানী অনুষ্ঠিত জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট নওগাঁয় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতায় সদর একাদশ বিজয়ী যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনা: একজন নিহত গোয়ালন্দ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ার চুকনগরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি ৫ লাক্ষাধীক

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পঠিত

ডুমুরিয়ার চুকনগরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চুকনগর গাজীর বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দিন দুপুরে মাসুম গাজীর সাড়ে তিন বিঘার একটি পকেট ঘেরে  বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মাসুম গাজী।তিনি দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজী ছেলে।

মাসুম গাজী বলেন,ডুমুরিয়া  উপজেলার দক্ষিণ চুকনগরের গাজীর বিলে সাড়ে তিন বিঘা পৈত্রিক সম্পত্তিতে দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছি।গত বছর এই চিংড়ি ঘের থেকে সব খরচ খরচা বাদে প্রায় ছয় লাখ টাকা লাভ হয়। আমার মৎস্য ঘেরের লাভাংশ দেখে ইস্বনিত হয়ে ঘেরে বিষ প্রয়োগ করে।

আমাদের পারিবারিক জমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দির্ঘদিন থেকে।তারই জের ধরে বিষ প্রয়োগ করেছে।আমার ঘেরে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ ছিল।সমস্ত মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, গত বুধবার সকালে আমি লোকজন নিয়ে জাল টেনে ঘের থেকে গলদা ও বাগদা চিংড়ি ধরে দুপুরের দিকে ঐ মাছ নিয়ে স্থানীয় মৎস্য আড়ৎ এ যায় বিক্রির জন্য। এ সুযোগকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঐদিনই বিকেলে ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির উপর ভেসে থাকতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিটারের ২ টি খালি বোতল।সে সময়  স্থানীয় কয়েকজনকে বিষয়টি বললে তারা ঘটনাস্থলে পৌছাইয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে।

এবিষয়ে দক্ষিণ চুকনগর গ্রামের জিন্নাত গাজী,নজরুল গাজী,মফিজুল গাজী ঘটনার সত্যতা  তুলে ধরে জানান, মাছুম গাজীর সহিত দির্ঘদিন,একই গ্রামের তার আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে

জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে এঘটনা ঘটতে পারে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডুমুরিয়ার চুকনগরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি ৫ লাক্ষাধীক

আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ডুমুরিয়ার চুকনগরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চুকনগর গাজীর বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দিন দুপুরে মাসুম গাজীর সাড়ে তিন বিঘার একটি পকেট ঘেরে  বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মাসুম গাজী।তিনি দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজী ছেলে।

মাসুম গাজী বলেন,ডুমুরিয়া  উপজেলার দক্ষিণ চুকনগরের গাজীর বিলে সাড়ে তিন বিঘা পৈত্রিক সম্পত্তিতে দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছি।গত বছর এই চিংড়ি ঘের থেকে সব খরচ খরচা বাদে প্রায় ছয় লাখ টাকা লাভ হয়। আমার মৎস্য ঘেরের লাভাংশ দেখে ইস্বনিত হয়ে ঘেরে বিষ প্রয়োগ করে।

আমাদের পারিবারিক জমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দির্ঘদিন থেকে।তারই জের ধরে বিষ প্রয়োগ করেছে।আমার ঘেরে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ ছিল।সমস্ত মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, গত বুধবার সকালে আমি লোকজন নিয়ে জাল টেনে ঘের থেকে গলদা ও বাগদা চিংড়ি ধরে দুপুরের দিকে ঐ মাছ নিয়ে স্থানীয় মৎস্য আড়ৎ এ যায় বিক্রির জন্য। এ সুযোগকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঐদিনই বিকেলে ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির উপর ভেসে থাকতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিটারের ২ টি খালি বোতল।সে সময়  স্থানীয় কয়েকজনকে বিষয়টি বললে তারা ঘটনাস্থলে পৌছাইয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে।

এবিষয়ে দক্ষিণ চুকনগর গ্রামের জিন্নাত গাজী,নজরুল গাজী,মফিজুল গাজী ঘটনার সত্যতা  তুলে ধরে জানান, মাছুম গাজীর সহিত দির্ঘদিন,একই গ্রামের তার আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে

জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে এঘটনা ঘটতে পারে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।