ডুমুরিয়ার চুকনগরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি ৫ লাক্ষাধীক
- আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পঠিত
ডুমুরিয়ার চুকনগরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।
গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চুকনগর গাজীর বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দিন দুপুরে মাসুম গাজীর সাড়ে তিন বিঘার একটি পকেট ঘেরে বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মাসুম গাজী।তিনি দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজী ছেলে।
মাসুম গাজী বলেন,ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগরের গাজীর বিলে সাড়ে তিন বিঘা পৈত্রিক সম্পত্তিতে দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছি।গত বছর এই চিংড়ি ঘের থেকে সব খরচ খরচা বাদে প্রায় ছয় লাখ টাকা লাভ হয়। আমার মৎস্য ঘেরের লাভাংশ দেখে ইস্বনিত হয়ে ঘেরে বিষ প্রয়োগ করে।
আমাদের পারিবারিক জমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দির্ঘদিন থেকে।তারই জের ধরে বিষ প্রয়োগ করেছে।আমার ঘেরে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ ছিল।সমস্ত মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, গত বুধবার সকালে আমি লোকজন নিয়ে জাল টেনে ঘের থেকে গলদা ও বাগদা চিংড়ি ধরে দুপুরের দিকে ঐ মাছ নিয়ে স্থানীয় মৎস্য আড়ৎ এ যায় বিক্রির জন্য। এ সুযোগকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঐদিনই বিকেলে ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির উপর ভেসে থাকতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিটারের ২ টি খালি বোতল।সে সময় স্থানীয় কয়েকজনকে বিষয়টি বললে তারা ঘটনাস্থলে পৌছাইয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে।
এবিষয়ে দক্ষিণ চুকনগর গ্রামের জিন্নাত গাজী,নজরুল গাজী,মফিজুল গাজী ঘটনার সত্যতা তুলে ধরে জানান, মাছুম গাজীর সহিত দির্ঘদিন,একই গ্রামের তার আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে
জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে এঘটনা ঘটতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।