জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি : এম,পি জর্জ
- আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৬৪ বার পঠিত
জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম,জর্জ একথা বলেন।
এম,পি জর্জ বলেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক জোলিও কুরি,আর এই শান্তি পদকই স্বাক্ষী দেয় বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি।
জর্জ আরো বলেন, আর এই শান্তি বিনষ্ট করতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মরা বিদেশি কুচক্রী প্রভুদের সাথে উঠে পরে লেগেছে। তাই এই অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিনয় কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন,কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা,কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনসহ অনেকেই।