জামিউল উলুম মডেল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৩ বার পঠিত
শেরপুরে জামিউল উলুম মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের (২০২৪) বিদায় উপলক্ষে সংবর্ধনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামিউল উলুম মডেল মাদ্রাসা কর্তৃক দাখিল শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামিউল উলুম মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মারুফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শরাফত আলী। এসময় অত্র মাদ্রাসার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ শাহজাহান, মাওঃ মিজানুর রহমান, আলতাব হোসেন, শাহ জামাল ও জাহিদুল খান সৌরভ।
বক্তব্য শেষে উপস্থিত দাখিল পরিক্ষার্থীদের মাঝে বিদায়ী ক্রেস্ট বিতরন করেন মাদ্রাসার পরিচালক, শিক্ষক, অতিথি ও উপস্থিত অভিবাবকেরা।
এছাড়া বিদায়ী অনুষ্ঠানে জামিউল উলুম মডেল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ও ছাত্র ছাত্রীরা হামদ নাত, গজল পরিবেশন করেন এবং আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন। পাশাপাশি এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১ম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।