জামালপুরে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩০ বার পঠিত
জামালপুর জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অবিনশ্বর পিতা উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন নিয়ে আলোচনা সভা রবিবার বিকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিনিয়র সহ—সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী সুজা।
উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবিরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলার প্রায় দেড় শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও উত্তরিয় পরিধান করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন,জামালপুরের নব যোগদানকৃত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিমার্ণ করে জামালপুরবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।