জামালপুরে পুলিশের পোশাক পরে প্রতারণা করতো তারা
- আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৪৯ বার পঠিত
জামালপুরে পুরাতন পৌরসভা গেটপাড় এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।
শনিবার (০৮ জুন) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার (০৭ জুন) রাতে শহরের পুরাতন পৌরসভার গেটপার এলাকার সেতুলী হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাইবান্ধা জেলার জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী (৪০), সোহেল রানা (২১) ও হবিগঞ্জ জেলার সারফিন আহমেদ তানভীর (২৫)।
পুলিশ জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জামালপুর আসা-যাওয়া করতো। থাকতো বিভিন্ন আবাসিক হোটেলে। পুলিশ পরিচয়ে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতো। এবার কোথাও কোনো অপকর্ম করার আগেই পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবি রিং, একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আমরা গোপন সংবাদের বিরুদ্ধে তাদের আটক করি। তারা জামালপুরে বিভিন্ন সময় হোটেলে অবস্থান করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এবার কিছু করার আগেই তাদের আটক করা হয়। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠাবো।