জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৬২ বার পঠিত
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উক্ত শোভাযাত্রাটি গোলপুকুর ড্রীম এসে সংখিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা জহুরুল হক সাহাজাদা মিয়া, বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা,যুগ্ম-আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ,যুগ্ম-আহ্বায়ক হাসানুর রহমান মৃধা,
যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সুমন,সদস্য মোঃলিটন বিশ্বাসসহ জেলা সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এক বক্তব্যে নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ।তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেবার জন্য সমাবেশ থেকে জোর দাবি করেন।