জলবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী
- আপডেট সময় : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৫৪ বার পঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর:
ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়ন পরিষদের মাদার ডাঙ্গী এলাকায় গুচ্ছগ্রামের রাস্তার পাশে একটা কালভার্ট অবস্থিত।
উক্ত কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হতো।
কিন্তু কালভার্ট উচু থাকার কারণে দীর্ঘদিন ধরে কনভার্টে কোন সংস্কার বা মেরামত না করার কারণে মারাত্মক সমস্যায় পড়েছেন এলাকাবাসীকে। এর ফলে শুধু স্থানীয় জনসাধারণ না বাইরের অনেক লোক কেউ মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বর্ষার দিনে এই সমস্যা আরও ব্যাপক হয়ে ওঠে কেননা তখন ওখান দিয়ে চলাচলের পরিবেশ থাকে না। এ ছাড়া পার্শ্ববর্তী জমিতে পানি জমে থাকার কারণে চাষ কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ ব্যাপারে সরেজমিন পরিদর্শন কালে জানা গেছে , বেশ কয়েক বছর আগে এই কালভার্ট নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা অনেকটা ক্ষয় হয়ে গেছে ।
এছাড়া কালভার্টের বিভিন্ন স্থানে রড বেড়িয়ে গেছে । এছাড়া বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে । আর তাই সাধারণ জনগণের যাতায়াত করা অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে ওখানকার সাবেক মেম্বার মোহাম্মদ আলী মিয়া জানান দীর্ঘদিন ধরে এই কালভার্টের সংস্কার না করার কারণে আমাদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। একই সাথে এখানে সড়ক দুর্ঘটনায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়।
এ ছাড়া অপর চেয়ারম্যান পদপ্রার্থী রাজ জব্বার কোববাত, বর্তমান মেম্বার মোহাম্মদ রশিদুল ইসলাম জানান এই কালভার্টের দুরবস্থার কথা।
এর পাশে একটি সুইস আছে তবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে পানি জমে দুই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে।
একই সাথে সুইচগেটের দুই পাস উচু থাকার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে হচ্ছে। এবং ফসলি জমির ক্ষতি হচ্ছে ।
এলাকাবাসী জানান অবিলম্বে এই কালভার্ট সংস্কার করে পানি প্রবাহের ব্যবস্থা করা হলে সবারই অনেক উপকার । তারা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।