জয়রামপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি বেদখলের চেষ্টা
- আপডেট সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২০৭ বার পঠিত
জামালপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জয়রামপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে ইমামুল হকের অভিযোগ, তার প্রতিবেশি ও আত্মীয় হেলাল মিয়া ও আতর আলীসহ কয়েকজনের সাথে পৈত্রিক জমি নিয়ে আদালতে মোকদ্দমা চলছে। আদালত বিবাদীদের জমিতে প্রবেশ না করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার দলবদ্ধ হয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করতে যায়। এ সময় বাঁধা দিলে হেলাল ও তার ভাড়াটিয়া লোকজন ইমামুরকে মারধোরের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় হেলালসহ বিরোধী পক্ষের লোকজন ইমামুল ও বাবা সেকান্দর আলীকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমান পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
অভিযুক্তরা জানান, পৈত্রিকসূত্রে ইমামুলদের কাছে জমি পাবেন। কিন্তু জমি না দিয়ে হয়রানী করছে।