জন্মদিনে বিশিষ্ট শিল্পপতি গুলজার জিহানের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ১০:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১২০ বার পঠিত
ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে নিজের ৩২ তম জন্মদিন উদযাপন করলেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লি:
এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।
শুক্রবার (৩ মার্চ) বাদ জুম্মা ইদ্রিস গ্রুপের উধ্বর্তন কর্মকর্তাদের মাধ্যমে শহরের আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, ইদ্রিসিয়া কামেল মাদ্রসা মসজিদ, কামারিয়া মসজিদ ও এতিমখানার শিশুদের সুস্বাদু খাবার খাওয়ানো হয়।
খাবার বিতরণ কার্যক্রম ঢাকার গুলশানের নিজ বাস ভবন থেকে পর্যবেক্ষণ করেন তরুণ শিল্পপতি জিহান।
বিশিষ্ট শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, আজ আমার ৩২ জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন মসজিদের মুসল্লীসহ এতিম অসহায় শিশুদের একবেলা
খাওয়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সব সময় এসব বাবা-মা হারা অসহায় শিশুদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ মানুষকে খাওয়ানো জিহান ভাইয়ের পারিবারিক ঐতিহ্য, তার বাবা প্রয়াত শিল্পপতি তিনি যুগ যুগ ধরে মানুষকে বিভিন্ন উৎসবে দাওয়াত করে খাওয়াতেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা প্রয়াত শিল্পপতি ইদ্রিস সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আলহাজ্ব বাবর আলী জামে মসজিদে নামাজ পড়তে আসা সাঈদ নামে এক মুসল্লী বলেন, জিহান সাহেবের মন মানসিকতা অনেক ভালো তিনি তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদের মুসল্লীসহ এতিম খানার শিশুদের একবেলা খাবার খাওয়ালেন৷ এতে আমি আনন্দিত। বাবা-মা হারা অসহায় শিশুরা একবেলা সুস্বাদু খাবার পেয়ে অনেক আনন্দিত। আমরা জিহান স্যারের কাছে কৃতজ্ঞ। আমরা জিহান স্যারের জন্য দোয়া করি আল্লাহ তাকে এবং তার পরিবারকর যেন সব সময় সুস্থ রাখে।
পরিচালকের জন্মদিন উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক এ শেরপুরের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।