জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ
- আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১১ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে ছিল।
আজও বিএনপি জনগণের পাশে রয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। জনগণের আস্থা অর্জন করতে পারলে আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবে বলে বিশ্বাস করি। তাই আমাদের দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের জন্য আহ্বান জানানো হয়েছে।
জনগণকে দুঃখে-কষ্টে রেখে বিএনপি কখনো পালাইনি এবং বিদেশে অর্থ পাচারও করে নাই।
২১ ডিসেম্বর, শনিবার বিকেল ৪টায় হাকিমপুর হিলি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য গণমাধ্যম কর্মীদের জানান, আপনারা ইদানীং লক্ষ্য করেছেন, অতীতেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে কিংস পার্টি হয়েছে, এখনো আমরা দেখছি সরকারের কিছু কিছু অংশের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ নতুন দল করার চেষ্টা করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু সরকারকে যদি সহযোগিতা করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দলের অধিকার আছে সহযোগিতা করার।
এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সর্দার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, মিন্নুর হোসেন, আরমান আলী, ইমরান আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে দিনাজপুর ৬ আসনের নবাবগঞ্জ (নিজ থানা), ঘোড়াঘাট, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন ও পরে বিরামপুর থানায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।