চোরা কারবারির মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহত
- আপডেট সময় : ০৯:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত
চোরাচালানের চিনি বহন করা ট্রাক অনুসরণ ও তল্লাশির চেষ্টা করলে চোরাকারবারিরা দুই সাংবাদিককে বহন করা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাহারা নামে এক সাংবাদিক নিহত হওয়া ছাড়াও ফেরদৌসী আক্তার নামে আরেক সাংবাদিকসহ দুজন আহত হন।
নেত্রকোনায় চোরাকারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় মোছা সাহারা নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারীসহ দুজন। মঙ্গলবার রাত ৩টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ওসি লুৎফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স নগর এলাকার জাহের আলীর মেয়ে। আহত দুজন হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার ও দশধার এলাকার জনি খান।
সাহারা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোর জগত পত্রিকার স্টাফ ফটো জার্নালিস্ট এবং ফেরদৌসী আক্তার একই পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন বলে স্বজনরা দাবি করেছেন। আর জনি খান তাদের মোটর সাইকেলচালক।
ওসি লুৎফুল হক জানান, সাহারা ও ফেরদৌসী নামের ওই দুই নারী রাত ৩টার দিকে জনি খানের মোটরসাইকেলে চড়ে বারহাট্টার দশধার এলাকা থেকে নেত্রকোনা শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার রাজুরবাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি মোটরাসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালকসহ তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। আর ফেরদৌসী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফেরদৌসীর বাবা গোলাম রব্বানী জানান, তার মেয়ে আলোর জগত পত্রিকায় সাংবাদিকতা করতেন। তিনি কিছুদিন আগে দশধার এলাকায় একটি বাসা ভাড়া নেন। সাহারা তিনদিন আগে ঢাকা থেকে এসে তার সঙ্গে যুক্ত হন।
মোটরসাইকেল চালক জনি বলেন, ‘মঙ্গলবার রাত আড়াইটার দিকে সাহারা ও ফেরদৌসী বারহাট্টার দশধার এলাকায় কলমাকান্দা থেকে আসা চিনিবাহী একটি ট্রাক থামিয়ে চেক করতে চান। এ সময় ট্রাকচালক ও মোটরসাইকেলে থাকা কয়েকজন চোরাকারবারির সঙ্গে তাদের বিতণ্ডা হয়। চালক ট্রাকটি নিয়ে জেলা সদরের রাজুরবাজার এলাকায় পৌঁছলে তারা আবারও তাদের ট্রাকটি থামানোর চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে আসা চোরাকারবারিদের একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক এম ফারুক আলম তালুকদার বলেন, ‘সাহারা আমাদের পত্রিকার ফটো সাংবাদিক এবং ফেরদৌসী নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। কিন্তু সাহারাকে নেত্রকোনায় যাওয়ার কোনো অফিস এসাইনমেন্ট দেয়া হয়নি।’
ওসি লুৎফুল হক বলেন, ‘নিহত নারীর স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আর মোটরসাইকেল চালক জনি পুলিশ হেফাজতে রয়েছেন।
‘জিজ্ঞাসাবাদে জনি চিনির ট্রাক ধাওয়া করার কথা স্বীকার করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া চিনি নিয়ে আসা ট্রাক ও দুর্ঘটনার হোতা মোটরসাইকেল চালককে চিহ্নিত করার চেষ্টা করছি