চুকনগরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৪৬ বার পঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, ডুমুরিয়া’র চুকনগরে আটলিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(রবিবার ৫ জানুয়ারী) বিকেলে চুকনগর বাজার কাপুড়িয়া পট্টি চত্ত্বরে, আটলিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক বিশ্বাস’র সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সরদার মাহবুব আলম পরিচালনায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ,ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক,যুগ্ন আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি,আমিনুর রহমান মোড়ল,উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার বি,এম আইয়ুব আহম্মেদ,আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরদার দৌলত হোসেন,মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ,উপজেলা কৃষক দলের আহবায়ক বি.এম মাস্টার আয়ুব আহম্মেদ,উপজেলা যুব দলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ও চুকনগর বাজার বণিক সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক সরদার বিল্লাল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাইকুল ইসলাম।
সমাবেশে বক্তারা এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেন।
জানা যায় ,বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে খুলনার চুকনগরে কৃষক দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।