চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন
- আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১১ বার পঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর চারঘাট উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। রবিবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে (২২ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ সফল করতে রাজশাহী জেলা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে চারঘাট উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইসরাইল হোসেন সরকারকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত সভাপতি-সম্পাদক।
১৩ সদস্যের উপজেলা কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ন-সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পিন্টু আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ও প্রচার সম্পাদক শিমুল রানা। এছাড়াও কমিটির সদস্য- সাইফুল ইসলাম রায়হান, সজীব ইসলাম, মোঃ কামরুজ্জামান, সনি আজাদ ও রিগেন সরকার।