চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘মিরসরাই স্টুডেন্টস এসোসিয়েশন’ এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শিক্ষক ও ছাত্র উপদেষ্টামন্ডলী ২৩-২৪ মেয়াদকালের জন্য আংশিক কমিটির অনুমোদন দেয়।
ঘোষিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাইন বিল্লাহ। নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি শরীফ উদ্দিন চৌধুরী শিবলু ও সাধারণ সম্পাদক ইবনুল ইনতেসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়। এছাড়াও সদ্য সমাপ্ত কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে নতুন ছাত্র উপদেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরিন আক্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড.বেনু কুমার দে,ব্যবসায় অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী,ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান নেসারুল করিম, উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক তাপস কুমার ভৌমিক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান, ক্লিফটন গ্রæপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।