গ্রাম পুলিশ রনজিৎ হত্যার বিচার দাবিতে সালথায় মানবন্ধন
- আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৭৭ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দি ভোট কেন্দ্রে নিয়োজিত গ্রাম পুলিশ রণজিত কুমার দে এর হত্যা কান্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে গ্রাম পুলিশ বাহিনী।
আজ বৃহস্পতিবার (১৮ জানুযারী) দুপুর ১ টায় সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সালথা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে রনজিৎ কুমার দে-এর রহস্যজনক মৃত্যুর (যেটা হত্যা কান্ড বলে ধরনা) সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সহসভাপতি ইলিয়াছ শেখ, সাধারণ সম্পাদক মাসুদ আলী, দপ্তর সম্পাদক তৈয়াবুর রহমান, প্রচার সম্পাদক জাকির হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে দায়িত্ব পালনে যান তিনি ৫ জানুয়ারি, ৬ জানুয়ারি রাতের কোন ভাগে তাকে হত্যা করা হয়। পরের দিন ৭ জানুয়ারী সকালে কেন্দ্রের স্কুল ভবনের পিছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের ধারনা রনজিৎ দে কে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।