গোয়ালন্দ বিজয়বাবুর পাড়া ২০দিন ব্যাপী সনাতনী ধর্মীয় উৎসব সমাপ্তি
- আপডেট সময় : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১০১ বার পঠিত
গোয়ালন্দ শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে বিজয়বাবুর পাড়া মঠমন্দির শ্রীঅঙ্গনে ১৭ তম বার্ষিকী শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, পদাবলি কীর্তন ও দুইদিন ব্যাপী কবিগানের অনুষ্ঠান গতকাল ৮ জুলাই রাত ১২ ঘটিকায় সমাপ্ত হয়।
গত ২০ জুন শ্রীশ্রীজগন্নাথ দেবের প্রথম রথযাত্রা অনুষ্ঠান বিকাল ৬ ঘটিকায় শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুর মোর্শেদ আরুজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পুজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর ৪নং ওয়ার্ডের ওয়াড কাউন্সিলর মোঃ ফজলুল হক, হিন্দু,বৌদ্ধ, খিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়াসহ এলাকার অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ।
মঠ মন্দির শ্রীঅঙ্গনে প্রথম রথযাত্রার পর গত ২১ জুন থেকে ২৭ জুন প্রতিদিন সন্ধ্যারতী ও ভাগবতীয় আলোচনা করা হয়। গত ২৮ জুন শ্রীশ্রীজগন্নাথ দেবের উল্টোরথ (পূর্ণ রথযাত্রা) হয়। গত ১লা জুলাই মহানাযজ্ঞের শুভ অধিবাস কীর্তন এবং ২ জুলাই অরুনোদয় হতে ৬ জুলাই অরুনোদয় পর্যন্ত ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাযজ্ঞ অনুষ্ঠিত হয়। ঐদিন দুপুরেই মহাপ্রভূর ভোগারতী অনুষ্ঠিত হয়। অতঃপর ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকাল ৫ টায় পদাবলী কীর্তন পরিবেশন করেন শেফালি সরকার, টাঙ্গাইল। সবশেষ ২১ ও ২২ জুলাই সহদেব সরকার ও সম্রাট সরকারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার লোক সংস্কৃতি কবিগান।
শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি বাবু সুধীর কুমার বিশ্বাস বলেন, বিশদিন ব্যাপী এত বড় বৃহৎ সনাতনী ধর্মীয় উৎসবটি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমাদেরকে সার্বিক ভাবে সহায়তা করেন। বিশেষ করে জাতীয় সাংসদ জনাব কাজী কেরামত আলী মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, গোয়ালন্দ পৌর সভার মেয়র মহোদয় এবং গোয়ালন্দের আপামর জনতা সকলেই আমাদেরকে এ অনুষ্ঠানে যথেষ্ঠ পরিমানে আর্থিক সহায়তা করেছেন।
শ্রীকৃষ্ণ সেবা সংঘের সাধারন সম্পাদক বাবু দিলীপ সাহা বলেন, এ অনুষ্ঠান গোয়ালন্দের সকলের, এ অনুষ্ঠান সকল জীবের শান্তি ও মঙ্গলের জন্য করা হয়। সবাই যেভাবে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন, বিশেষ করে এমপি মহোদয়, গোয়ালন্দ পৌর সভার মেয়র মহোদয়,গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি বন্ধুবর সিদ্দিক মিয়াসহ অন্যান্য সকলের কাছে আমি চির কৃতজ্ঞ।