সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দ পদ্মা মেডিকেল সেন্টারের উদ্বোধন
সিরাজুল ইসলাম -স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৩০ বার পঠিত
“স্বাস্থ্য সেবায় সবার পাশে সবসময় ” এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ বাসীকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে শহরের প্রান কেন্দ্র গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে পদ্মা মেডিকেল সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
বুধবার (১লা মার্চ ) সকাল ১১ টায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়।
পদ্মা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মুন্সি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফা মুন্সি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ পৌরসভার মোঃ নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধক হিসেবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ মোঃ আমিরুল হক বলেন, ইতিমধ্যে সেলিম মুন্সি গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে উপজেলা বাসীকে রক্তের জোগানের পাশাপাশি বিভিন্ন সেবা দিয়ে থাকেন। আশা করি তিনি এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে তিনি হত দরিদ্রের সাহায্য অব্যাহত রাখবেন।
পদ্মা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মুন্সি বলেন এটা গোয়ালন্দ বাসীকে সেবা করার জন্যই করা হয়েছে। এখানে হত দরিদ্র অসহায় মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। পাশাপাশি উপজেলাবাসী উন্নত ডায়াগনোসিসের সুবিধা পাবেন এখন থেকে আর শহরে যাওয়ার দরকার হবে না।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, মোঃ কাদের শেখ,অধ্যক্ষ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।